চলতি সংবাদ

মহাখালীর ফিলিং স্টেশনে আগুনে বিস্ফোরণ, দগ্ধ ৮ জন হাসপাতালে

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে যে আগুন লেগেছিল সেটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে লেগেছিল। এ ঘটনায় ওই ফিলিং স্টেশনের আট কর্মী দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধরা হলেন, সালাউদ্দিন (৩৮), মামুন (৩০), জীবন (২১),কামাল হোসেন (৫০), আমির হোসেন (৩২), মাছুম (২৫), রানা (৩০) ও খায়ের মিয়া (৪৪)
দগ্ধ শ্রমিকদের চিকিৎসা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম। তিনি বলেন, মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৮ জন আমাদের জরুরি বিভাগে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে কার শরীর কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনো নির্ধারণ করা হয়নি।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তুহিন বলেন, ঘটনার সময় কয়েকটি গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করছিলেন আমাদের কয়েকজন কর্মী। তখন আমি কিছুটা দূরে ছিলাম। হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিকট বিস্ফোরণের শব্দ হয়। পরে আমি দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমাদের বেশ কয়েকজন কর্মী দগ্ধ অবস্থায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার রাত ৭টা ৫৩ মিনিটে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

Related Articles

Back to top button