চলতি সংবাদ

মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন 

মো. আতিকুর রহমান, বিশেষ প্রতিনিধি, টাইমস ২৪ ডটনেট, ঢাকা : রাজধানীর মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, ‌খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট রাত ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। রাস্তায় যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও দ্রুত আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে গতকাল বুধবার বিকালে রাজধানীর খিলগাঁওয়ের মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তাছাড়া গতকাল রাত ৭টা ৫৪ মিনিটে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বারিধারা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Related Articles

Back to top button