চলতি সংবাদ

কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

 

টাইমস ২৪ ডটনেট: গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৩ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনাল এলাকার জেলা ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত পৌনে আটটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠানোর জন্য চন্দ্র টার্মিনাল এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত এসে যাত্রীবাহী বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালকের সহকারী ও কয়েকজন যাত্রী তাড়াহুড়ো করে নামতে গেলে আহত হন। আশপাশের লোকজনের চিৎকারে চন্দ্রা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ততক্ষণে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান অগ্নিসংযোগের ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা চলমান।

Related Articles

Back to top button