মো: মনির আকন, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: ঘটনাটি ঘটে গুলিস্তান,ঢাকা টেট সেন্টার (উত্তর) বৃহত্তর পাইকারি মার্কেটের সামনে ২:৩০ মিনিট আজ রবিবার এই ঘটনাটি ঘটে গুলিস্তান ঢাকা ট্রেডার্স উত্তর বৃহওর পাইকারি মার্কেটের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিরন্তনে আনে মাঠে কাজ করেন পুলিশ ও ফায়ার সার্ভিস ও সাধারণ জনগণ বাস মালিক সমিতি নেতারা বলেন বিএনপি’র অবরোধ না মানায় বিএনপির সন্ত্রাসীরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে ভিক্টর ক্লাসিক এই পরিবহন বাসটি পুড়িয়েছে হেল্পার ও ড্রাইভার বলেন বিএনপি’র অবরোধ না মানায় আমাদের বাসে আগুন দিয়ে পুরে ফেলেছে ভয়াবহ আগুন, পরে আওয়ামী লীগের নেতারা ও মালিক সমিতির পক্ষ থেকে এক বিরাট মিছিল বের হয় মিছিলটি গুলিস্তান থেকে গোলাপশা মাজার হয়ে আবর ফিরে আসেগাড়ির সামনে,পরে ভিক্টর ক্লাসিক যাত্রীবাহী গাড়িটি পুলিশের হেফাজতে নিয়ে যায় পল্টন থানায়।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এটি দলটির ডাকা নবম দফার অবরোধ। এই অবরোধ শেষ হবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টায়।