টাইমস ২৪ ডটনেট: তীব্র গরমে পুড়তে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। গত কয়েকদিন ধরেই ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে অসহ্যকর গরম পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার আরাকুয়াল শহরের তাপমাত্রা ৪৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ব্রাজিলের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০০৫ সালে। সে বছর তাপমাত্রা ৪৪ দশমিক ৭ ডিগ্রিতে ওঠেছিল।জলবায়ু পরিবর্তন এবং এল নিনো প্যাটার্নের কারণে ব্রাজিলে এমন অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা অবশ্য জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই তাপমাত্রা কমে আসবে। সংবাদমাধ্যম সিএনএন-ব্রাজিল জাতীয় আবহাওয়া দপ্তরের (ইনমেট) বরাতে জানিয়েছে, আগামী সপ্তাহে শুধুমাত্র তিনটি রাজ্যের রাজধানীতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে থাকবে।
অস্বাভাবিব তাপমাত্রার কারণে ব্রাজিলের বিভিন্ন জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। এছাড়া এ বছর ব্রাজিলে বিদ্যুতের ব্যবহারও বেড়ে গেছে। সাধারণ মানুষ নিজেদের ঠাণ্ডা রাখতে এসিসহ বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করায় বিদ্যুতের ব্যবহার বাড়তে দেখা গেছে।গত শুক্রবার ব্রাজিলে মার্কিন পপতারকা টেইলর সুইফটের কনসার্টে আসা এক তরুণী গরমে অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ওই দিনের কনসার্ট বাতিল করা হয়।আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৩ বছর বয়সী ওই তরুণী অসুস্থ বোধ করেন এবং স্টেডিয়ামের কর্মকর্তাদের কাছে সাহায্য চান। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে যাওয়ার এক ঘণ্টার পর তার মৃত্যু হয়।
সূত্র: বিবিসি ও ঢাকা পোষ্ট।