সারাদেশ

শিক্ষায় বৈষম্য দূরীকরণ ও ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবীতে আলোচনা সভা

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: গত ২৫ অক্টোবর ২০২৩ বুধবার শিক্ষায় বৈষম্য দূরীকরণ ও ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবীতে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ঝলক চক্রবর্তীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আক্তার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান।
উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান বলেন, বেসরকারি শিক্ষকদের জন্য বদলি নেই, অনার্স মাস্টার্স পাঠদানকারী শিক্ষকদের এমপিও নেই, পূর্ণাঙ্গ ঈদ বোনাস নেই, পূর্ণাঙ্গ বাড়িভাড়া নেই, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা নেই, টাইম স্কেল নেই, গৃহ ঋণ নেই, প্রমোশন নেই, বিনোদন ভাতা নেই, পূর্ণাঙ্গ পেনশন নেই, পূর্ণাঙ্গ ভবিষ্যত তহবিল নেই, শিক্ষাসহায়ক ভাতা নেই, পাহাড়ি ভাতা নেই, শুধু নেই আর নেই, শিক্ষায় সব সমস্যার সমাধান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ। তিনি আরো বলেন- বঙ্গবন্ধু বলেছেন, আমি আগে মুসলমান পরে বাঙ্গালী মক্তব্যের শিক্ষাই হলো বুনিয়াদি শিক্ষা। মুসলমান একবার মরে, দুইবার মরে না। সেই বঙ্গবন্ধুর দেশে শিক্ষায় বৈষম্য থাকতে পারে না। ৫০০/- টাকা বেতনে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা শুরু হয়েছে। হাজার হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও একটি ইবতেদায়ি মাদরাসাও জাতীয়করণ করা হয় নাই। তাই তিনি ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবী জানান। আরো উপস্থিত ছিলেন- সহ-সভাপতি বাবু বিপ্লব কান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আরিফুর রহমান, উপজেলা সহ-সভাপতি প্রধান শিক্ষক কামরুল হাছান, বর্ডার গার্ড পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক, শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক নরুল আহাদ, ভৈরব গঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোতালেব বশির আহমেদ, মনাই উল্লা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র হিন্ময় ময় দেব ও নুরুজ্জামান, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র আবদুস ছালাম, আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামিম আহমেদ ও জসিম উদ্দিন স্যার প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।পরবর্তীতে বিকালে সিলেট শহরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রী জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিন, উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ কামারুজ্জামান চৌধুরী, মুহাদ্দিস মোহিব বুল্লাহ মুজাহিদ, মাওলানা নুরুল আমিন হেলালী। বক্তাগণ ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ ও শিক্ষা বৈষম্য দূরীকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান।

Related Articles

Back to top button