topআন্তর্জাতিক

হামাসের নজিরবিহীন হামলা, ইসরাইলে নিহত ৮০০

টাইমস ২৪ ডটনেট: গাজায় ইসরাইলি বাহিনীর তীব্র হামলার মধ্যেও ইসরাইলের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তাদের ঠেকাতে বেগ পোহাতে হচ্ছে ইসরাইলি সশস্ত্র বাহিনীর (আইডিএফ)। এরইমধ্যে হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন আট শতাধিক মানুষ। আহত হয়েছেন ২ হাজার ২৪৩ জন।ইসরাইলি মেডিকেল সার্ভিসের বরাত দিয়ে সোমবার (৯ অক্টোবর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। এদিকে হামাস যোদ্ধারা এখনও বিভিন্ন উপায়ে ইসরাইলে প্রবেশ করছে বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার কাছে অবস্থিত ইসরাইলের দক্ষিণাঞ্চলের সাত থেকে ৮টি স্থানে ইসরাইলি বাহিনী হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। বিষয়টি স্বীকার করেছে আইডিএফও।
অন্যদিকে হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইল। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫১০ ফিলিস্তিনি নিহত ও ২ হাজার ৭৫০ জন আহত হয়েছেন। রোববার (৮ অক্টোবর) রাতে জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, গাজার ১ লাখ ২৩ হাজারেরও বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। আর জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় ৭৪ হাজার মানুষ। এর আগে, শনিবার (৭ অক্টোবর) রাতে ২৪ ঘণ্টার মধ্যে গাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়তে বলে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘গাজা সীমান্তের কাছে যারা বসবাস করেন, তারা যেন ২৪ ঘণ্টার মধ্যে ঘরবাড়ি ছেড়ে দেন। আমরা সব সন্ত্রাসীকে শেষ করার জন্য প্রত্যেক শহরে যাব।’ শনিবার ভোর থেকে পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস। আর আকস্মিক এ হামলার একদিন পর ‘যুদ্ধাবস্থা’ ঘোষণা করে ইসরাইল।

Related Articles

Back to top button