আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হুমকির পর কসোভো সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহার করেছে সার্বিয়া। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিক ঘোষণা দিয়েছেন, কিছু সেনাকে ফিরিয়ে আনার নির্দেশ তিনি দিয়েছেন। যেকোনও ধরনের সামরিক পদক্ষেপে হিতে বিপরীত হতে পারে। সার্বিয়া যুদ্ধ চায় না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।কসোভো সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন নিয়ে হোয়াইট হাউজ হুমকি দিয়ে বলেছিল, সার্বিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। এরপর সীমান্ত থেকে আংশিক সেনা প্রত্যারের নির্দেশ দিলেন সার্বিয়ান প্রেসিডেন্ট।শনিবার কসোভো সরকারের এক কর্মকর্তা সার্বিয়ান সেনাদের আংশিক প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।কসোভো সরকার এক বিবৃতিতে বলেছে, আমরা প্রেসিডেন্ট ভুসিক এবং সার্বিয়াকে কসোভো সীমান্ত থেকে অবিলম্বে সব সেনা প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। কসোভোর সীমান্তে সার্বিয়ার সেনা মোতায়েন পরবর্তী পদক্ষেপ আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলবে।গত সপ্তাহে একটি সশস্ত্র সার্ব আধাসামরিক বাহিনীর সদস্যরা কসোভো পুলিশের একটি টহল টিমের ওপর হামলা চালায়। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে বন্দুকযুদ্ধে তিন জন সার্ব বন্দুকধারীর মৃত্যু হয়। এই ঘটনায় দুই দেশের সীমান্তে উত্তেজনা দেখা দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফোনে কথা বলেন সার্বিয়ান প্রেসিডেন্টের সঙ্গে।
উল্লেখ্য, কসোভোর আলবেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সার্ব বাহিনীর যুদ্ধ ১৯৯৮ সালে শুরু হয়ে শেষ ১৯৯৯ সালে। ওই যুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ন্যাটো। এতে কসোভো থেকে পিছু হটতে বাধ্য হয় দেশটি। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে পৃথক হয় কসোভো। তবে কসোভোর স্বাধীনতার একতরফা ঘোষণাকে স্বীকৃতি দিতে অস্বীকার করে সার্বিয়া।