জাতীয়সারাদেশ

ত্রিপুরার থেকে কলকাতা পৌঁছানোর ৩১ ঘণ্টার দুঃসহ জ্বালা থেকে মুক্তি পাবেন যাত্রীরা

টাইমস ২৪ ডটটে, ঢাকা: বাংলাদেশের পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়েছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশের রেলপথ মন্ত্রক নূরুল ইসলাম সুজন। তবে আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৮০ শতাংশ, মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৯৬.৫০ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর অংশে ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হবে। এরপরই রেলপথে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কলকাতা পৌঁছানোর ৩১ ঘণ্টার দুঃসহ জ্বালা থেকে মুক্তি পাবেন যাত্রীরা। ৮ সেপ্টেম্বর শুক্রবার চালু হয়ে যাচ্ছে আগরতলা-আখাউড়া রেলপথ। এর ফলে ২ ঘণ্টায় আগরতলা থেকে পৌঁছানো যাবে ঢাকায়। তারপর ৩ ঘণ্টায় শিয়ালদহ। ত্রিপুরার মানুষ এবং কলকাতার মানুষ এই সুযোগ পাবে বাংলাদেশে নবনির্মিত পদ্মা সেতুর কল্যাণে। পদ্মা সেতু দিয়ে ঢাকা-কলকাতা যাত্রা অনেক সুগম হয়ে যাচ্ছে। ৩ ঘণ্টায় কলকাতা-ঢাকা চলাচল করবে ট্রেন। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার আগে আগরতলা-আখাউড়া রুটে ট্রেন চলতো।
বাংলাদেশ যত উন্নত তার রেলপথও তত উন্নত উল্লেখ করে রেলপথ মন্ত্রক নূরুল ইসলাম সুজন বলেছেন, পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাকে রেলপথের সঙ্গে সংযুক্ত করা হবে। আগের সরকারগুলো ক্ষমতায় থাকতে রেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কার্যক্রম গ্রহণ করেনি।বৃহস্পতিবার দুপুর ১টায় ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষামূলক ট্রেন পৌঁছানোর পর প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন রেলপথ মন্ত্রক।

Related Articles

Back to top button