টাইমস ২৪ ডটনেট, ঢাকা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ- কমিটির সাবেক সদস়্য ও মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমানের মুক্তির দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পরিবারের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷ মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদক আবদুল মজিদ, চীফ ফটো সাংবাদিক ফরিদ উদ্দিনের পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, মানবাধিকার সংগঠনের নেতা জাকির হোসেন, সংবাদ সারাবেলা মফস্বল সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সিনিয়র সাংবাদিক আব্দুল হালিম, সুরিদ জাহাঙ্গীর, সুমন সরদার এম এস সোহাগ, মফস্বল সাংবাদিক তুহিন ফয়েজ ও জাাাকির লস্কর, সংবাদ সারাবেলার পরিচালক সিফাত নুসরাতসহ জেলা উপজেলার সাংবাদিক ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷ বক্তারা বলেন কাজী মিজানুর রহমান একজন শিল্পপতি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য। বিগত ১৬ মার্চ উপনির্বাচনে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন কাজী মিজানুর রহমান ৷
গত ১৭ জুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জনসভায় যাওয়ার পথে বাহাদুরপুর চর এলাকার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জার ও ইউপি সদস্য আলমগীর কবিরাজের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মোবারক হোসেন বাবু গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে প্রধান আসামি করে মামলা করা হয় ৷মামলার এজাহার অনুযায়ী ঘটনাটি ঘটেছে বেলা ৩টায়। ওই সময় কাজী মিজান ও তার দুই ভাই নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। যাহা ইতি মধ্যে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয়েছে, চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে দুর্গম চরে যে হত্যাকাণ্ড ঘটেছে সেখান থেকে কোনভাবেই এক থেকে দেড় ঘন্টার আগে বাড়িতে আসা সম্ভব নয়। প্রকৃতপক্ষে চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে প্রতিপক্ষ স্থানীয় একটি রাজনৈতিক গ্রুপ হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করেছেন বলে আমরা মনে করি। আমরা এই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। আমরা চাই প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় আনা হোক।
এই অপরাধে যুক্ত না থাকায় চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে মুক্তি দেয়া হোক ৷ দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকায় সারা বাংলা দেশে জেলা উপজেলাসহ শত শত সাংবাদিক কর্মরত আছে, মালিকপক্ষ জেলখানায় থাকার কারনে সংবাদ সারাবেলা প্রতিষ্ঠানটি ঠিকমত চলছে না, সরকারের কাছে আমরা কাজী মিজানুর রহমানের দ্রুত মুক্তি কামনা করছি ৷