টাইমস ২৪ ডটনেট: বিদেশি দেশ বিশেষ করে ন্যাটো সদস্যভুক্ত পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়া কোনো ধরনের আগ্রাসন দেখালে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেল্টা নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।গত জুনে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রাশিয়া। আর আগ্রাসনের মুখে এসব অস্ত্রই ব্যবহার করবে বেলারুশ।গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক হামলা চালায় রাশিয়া। এতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে বেলারুশ। দেশটির কয়েকটি অঞ্চল হামলার কাজে ব্যবহার করেছে রুশ বাহিনী। এছাড়া গত দেড় বছরে রাশিয়ার সেনাদের সঙ্গে যৌথ মহড়া দিয়েছে বেলারুশের সেনারা। এতে আশঙ্কা তৈরি হয়েছে, ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে তারাও।তবে লুকাশেঙ্কো বেল্টা নিউজকে জানিয়েছেন, ‘বেলারুশ কখনো এ যুদ্ধে জড়িত হবে না’ যতক্ষণ না ইউক্রেনের সেনারা তাদের দেশে ঢুকে কোনো হামলা না চালায়। তবে তিনি সঙ্গে এও বলেছেন, ‘আমরা রাশিয়াকে সাহায্য করে যাব। তারা আমাদের মিত্র।’তিনি সতর্কতা দিয়ে বলেছেন, যদি কোনো ধরনের উস্কানি আসে বিশেষ করে ন্যাটো দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়া থেকে তাহলে ‘আমরা তাৎক্ষণিকভাবে সব শক্তি প্রয়োগ করে প্রতিক্রিয়া দেখাব, যার মধ্যে থাকবে পারমাণবিক অস্ত্রও।’তিনি দাবি করেছেন কাউকে ভয় দেখাতে বেলারুশ রাশিয়া থেকে পারমাণবিক অস্ত্র আনেনি। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিরক্ষা সংস্থা (ডিআইএ) এর এক কর্মকর্তা জানিয়েছেন, এসব অস্ত্রের ওপর লুকাশেঙ্কোর কোনো নিয়ন্ত্রণ নেই। এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করছে রাশিয়া।
সূত্র: সিএনএন ও ঢাকা পোষ্ট।