topআন্তর্জাতিক

জেনিন শহরে প্রতিরোধ যোদ্ধাদের সাফল্যে অভিনন্দন জানালো হামাস

টাইমস ২৪ ডটনেট: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জেনিন শহরে প্রতিরোধ যোদ্ধাদের সাফল্যকে অভিনন্দন জানিয়েছে। ওই শহরে ইহুদিবাদী সেনাবাহিনীর আগ্রাসন প্রতিহত করছে সক্ষম হয়েছে প্রতিরোধ যোদ্ধারা।বৃহস্পতিবার সকালে পশ্চিম তীরের জেনিনে ইহুদিবাদীদের হামলায় ১ ফিলিস্তিনি যুবক শহীদ হয়। ওই ঘটনার পর হানাদার ইহুদিবাদীদের সঙ্গে প্রতিরোধ বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়। ইহুদি বাহিনীর আক্রমণের বিরুদ্ধে জেনিনের সাহসী প্রতিরোধ যোদ্ধারা দৃঢ় মনোবল নিয়ে রুখে দাঁড়ায়। আল জাজিরা নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, জেনিনে ইহুদি বাহিনীর আজকের আগ্রাসন মোকাবিলায় রুখে দাঁড়ানোর জন্য প্রতিরোধ বাহিনীকে অভিনন্দন জানিয়েছে হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন: আমরা জেনিনের সাহসী প্রতিরোধ বাহিনীকে অভিনন্দন জানাই।হাজেম কাসেম বলেন: জেনিন শহর চিরকাল প্রতিরোধের কেন্দ্র এবং ফিলিস্তিন মুক্তির সংগ্রামে মুজাহিদিনদের শক্ত ঘাঁটি হয়ে থাকবে। ইহুদিবাদী শাসকের কোনো অপরাধই এটিকে নতজানু করতে পারবে না।
হামাস মুখপাত্র আরও বলেন: ফিলিস্তিনি যুবকদের রক্ত ​​যে মাটিতে ঝরেছে সেই মাটি ইহুদিবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনি বিদ্রোহকে ক্রমশ শক্তিশালী করে তুলবে।এদিকে আল-কুদস ব্রিগেড (সারায়া আল-কুদস) ঘোষণা করেছে, জেনিনে ইহুদিবাদীদের সাম্প্রতিক আগ্রাসনের সময় প্রতিরোধ বাহিনী তাদের ওপর প্রচণ্ড আঘাত হানতে সফল হয়েছে।
প্রতিদিন বিভিন্ন অজুহাতে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ওপর হামলা চালায়। তারা ফিলিস্তিনীদের শহীদ করে, আহত করে কিংবা আটক করে। ফিলিস্তিনিরাও ইহুদিবাদীদে এসব অপরাধের মোকাবেলায় পাল্টা অভিযান চালায়।

Related Articles

Back to top button