রাজনীতি

যারা বাসে আগুন দিচ্ছে জনগণ তাদের চিনে ফেলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: অগ্নি সন্ত্রাসীরা আবার এক হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বাসে আগুন দিচ্ছে জনগণ তাদের চিনে ফেলেছে।শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা-১২ আসন ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সাম্প্রতিক সময়ে বাসে অগ্নি সন্ত্রাস বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা দেখেছেন এক নেত্রী ভিডিওয়ের মাধ্যমে বলছেন, লন্ডনের নেতা চাচ্ছেন দাউ দাউ (আগুন) করতে, তারপর সাভারে দেখলাম এক বাসে আগুন, অন্যান্য জায়গায় আগুন। অগ্নি সন্ত্রাসীরা আবার এক হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলেছে, তাদের উপযুক্ত জবাব দিবে। জনগণ আবার প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। নিরাপত্তা বাহিনী জঙ্গি দমন, সন্ত্রাস দমনে কাজ করছে।
তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিকে, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র করে না। আওয়ামী লীগ পেশি শক্তিতে বিশ্বাস করে, গান পাওয়ারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনতার শক্তিকে। আওয়ামী লীগের সঙ্গে জনগণ রয়েছে।১৫ আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে তিনি বলেন, আমরা এটাও দেখেছি, হঠাৎ করে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করেছে, সেদিন খালেদা জিয়া জন্মদিন পালন করে। তার কয়েকটা জন্মদিনের কথা আমরা জানি।১৫ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে এই মন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাকে কখনও পাব না। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়ন করছেন। ১৫ আগস্টে কি হয়েছে আমরা সবাই জানি। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারা মাস্টারমাইন্ড ছিল সবাই জানেন। শেখ মনি, আব্দুর রব সেরনিয়াবাত যাকেই তারা মনে করেছেন ঘুরে দাঁড়াবেন তাকেই হত্যা করেছে।শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আসাদুজ্জামান খান বলেন, নারী-পুরুষ একত্রে কাজ করছি বলেই বাংলাদেশের উন্নয়নের গতি দূর্বার।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

Related Articles

Back to top button