topআন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে নয়া সরকার গঠন করলো নাইজার সামরিক পরিষদ

টাইমস ২৪ ডটনেট: নাইজারের সামরিক পরিষদ আনুষ্ঠানিকভাবে নয়া সরকার গঠন করেছে।গত ২৬ শে জুলাই ২০২৩ তারিখে নাইজারের প্রেসিডেন্টের গার্ড বাহিনী দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে তার প্রাসাদে গ্রেপ্তার করে। গ্রেফতার করার পর প্রেসিডেন্ট বাজুমকে তার পদ থেকে সরিয়ে দেয়।আল জাজিরা জানিয়েছে, নাইজারের সামরিক কাউন্সিল আলি আল-আমিন জেইনকে প্রধানমন্ত্রী করে ২১ জন মন্ত্রী নিয়ে আজ (বৃহস্পতিবার) নতুন সরকার গঠন করেছে।নাইজারের অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের কমান্ডার জেনারেল আবদুর রহমান চিয়ানি ওই ডিক্রিতে স্বাক্ষর করেছেন। আবদুর রহমান চিয়ানি সম্প্রতি আফ্রিকান দেশ নাইজারের সামরিক কাউন্সিলের প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। গত ২৮ জুলাই নাইজারের অভ্যুত্থানে নেতৃত্বদানকারীরা চিয়ানিকে ওই পদে নিয়োগ দেয়।নাইজারের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা আন্তিনিকার আল-হাসান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: ইকোওয়াস যদি নাইজারে সামরিক হস্তক্ষেপ করে, তাহলে পুরো আফ্রিকা যুদ্ধে জড়িয়ে পড়বে।১৩ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের দেশ নাইজার। দেশটি পশ্চিম আফ্রিকা অঞ্চলের বৃহত্তম দেশ এবং দেশটির ২৪ মিলিয়ন জনসংখ্যার অধিকাংশই মুসলমান।
নাইজার বিশ্বের দরিদ্রতম দেশগুলির একটি হলেও এখানে ইউরেনিয়ামের সবচেয়ে বেশি মজুদ রয়েছে। ১৯৬০ সাল পর্যন্ত নাইজার ছিল একটি ফরাসি উপনিবেশ। এবার তারা ফ্রান্সের উপনিবেশ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করলো।

সূত্র: পার্সটুডে।

Related Articles

Back to top button