topআন্তর্জাতিক

মিয়ানমারে নাটকীয় মাত্রায় বাড়ছে যুদ্ধাপরাধ

জাতিসংঘের তদন্ত

টাইমস ২৪ ডটনেট: মিয়ানমারে যুদ্ধাপরাধ বৃদ্ধির প্রমাণ সংগ্রহ করেছে জাতিসংঘের এক তদন্তদল। মঙ্গলবার সংস্থাটির ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম) এ তথ্য জানিয়েছে। এছাড়া অপরাধীদের বিচারের আওতায় আনতে সাহায্য করার জন্য মামলার ফাইল তৈরি করছে বলেও জানানো হয়েছে। আইআইএমএম জানায়, তাদের কাছে প্রমাণ রয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী ও সহযোগী মিলিশিয়ারা ‘ক্রমবর্ধমান ঘন ঘন ও নির্লজ্জ যুদ্ধাপরাধ করেছে।’সংঘটিত যুদ্ধাপরাধের মধ্যে রয়েছে নির্বিচারে বিমান বোমাবর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়া, বেসামরিক ও আটক যোদ্ধাদের গণহত্যা, সেইসঙ্গে নির্যাতন এবং ভয়ংকর যৌন সহিংসতা। এক বিবৃতিতে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমজিয়ান বলেন, ‘মিয়ানমারে প্রতিটি প্রাণহানি দুঃখজনক। তবে বিমান বোমা হামলা গ্রাম জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে সমগ্র সম্প্রদায়ের ধ্বংসযজ্ঞ মর্মান্তিক।’
মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে গুরুতর আন্তর্জাতিক অপরাধের বৈশিষ্ট্য বহনকারী ঘটনার সংখ্যাও বেড়েছে বলেও সতর্কতা জারি করে জাতিসংঘের এই তদন্তদল।

Related Articles

Back to top button