রাজনীতি

প্রয়োজনের তাগিদেই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস ২৪ ডটনেট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রয়োজনের তাগিদেই ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া, এ আইন নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনাও ছিল।সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতীয় জাদুঘরের নোনিলিকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্মভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু রেনুর লোগো ও ওয়েবসাইট’র উন্মোচন অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেকে অনেক কথা বলেছেন এবং সাংবাদিকরাও এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন অন্যান্য দেশের ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার আইন কীভাবে আছে এবং নিরাপত্তা বিধান কীভাবে আছে দেখার জন্য। আইনমন্ত্রী তা দেখে আইনটার কিছু অংশ পরিবর্তন করেছেন। যেমন জেল কমিয়ে জরিমানার অংশটা বাড়িয়েছেন। এ বিষয়ে আইনমন্ত্রী খুব সুন্দরভাবে ব্যাখ্যাও দিয়েছেন। প্রয়োজনের তাগিদেই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করেছি।মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা উন্নতির জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। যা যা করণীয় তার সবকিছুই করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সমাজে অপরাধ অনেকাংশে কমে এসেছে। বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতাও এ কারণে বৃদ্ধি করা হয়েছে। প্রযুক্তিগত দিক দিয়েও তারা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে।

Related Articles

Back to top button