খেলাধুলা

বিশ্ব স্কুল দাবায় ২৭তম বাংলাদেশ

টাইমস ২৪ ডটনেট:কাজাখস্তানের আকতাউ শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কুলস দলগত দাবা চ্যাম্পিয়নশিপে ঢাকার সেন্ট যোসেফ স্কুল ২৭তম স্থান লাভ করেছে। ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ৮ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে ৩৯ টি দেশের ৪৩ টি স্কুলের মধ্যে ২৭তম হয়। আজ সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ১.৫-২.৫ গেম পয়েন্টে সার্বিয়ার ম্যাথমেটিক্যাল গ্যামার স্কুলের কাছে হেরে যায় এবং বিকালে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল সাইপ্রাসের ইংলিশ স্কুল নিকোসিয়াকে ২.৫-১.৫ গেম পয়েন্টে পরাজিত করে। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল দাবা ফেডারেশন আয়োজিত স্কুল দাবায় চ্যাম্পিয়ন হয়েছিল। দেশ জুড়ে হওয়া স্কুল দাবায় চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্ব স্কুল দাবায় খেলার সুযোগ পেয়েছে সেন্ট যোসেফ। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার জিয়া সেন্ট যোসেফ দলে ছিলেন৷ তিনি বাবার সঙ্গে গ্রিসে থাকায় বিশ্ব স্কুল দাবায় অংশ নিতে পারেননি।সেন্ট যোসেফ দলের দাবাড়ুরা হলেন ওসমান ফারুক সামি, আহনাফ রশিদ চৌধুরী, নওশাদ উদ্দিন, কারার রিদ্ধ হক ও আবরার জাহিন। প্রশিক্ষক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন ফিদে ট্রেইনার ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। অনুর্ধ্ব-১৮ গ্রুপে পূর্ণ ১৬ পয়েন্ট নিয়ে তুরস্কের ইস্তাম্বুল এনকা হাই স্কুল অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

Related Articles

Back to top button