বাংলাদেশ

বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে জাসদের সমাবেশ ও মিছিল

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: আগুন সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নিন বলে মন্তব্য করেছেন জাসদ নেতৃবৃন্দ। বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আগুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ৩০ জুলাই ২০২৩, রবিবার, বিকাল ৫ টায় জাসদ চত্ত্বরে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন। বক্তারা বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গতকাল ঢাকার বিভিন্ন প্রবেশ পথে বাসে আগুন, পুলিশের গাড়িতে আগুন দিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি প্রমাণ করেছে বিএনপি বদলায়নি, শোধরায়নি। নেতৃবৃন্দ বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আগুন সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। তারা বলেন, ষড়যন্ত্র চক্রান্ত নৈরাজ্য অসাংবিধানিক অপরাজনীতি রুখে দিয়ে সংবিধান অনুযায়ী যথা সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আহসান হাবীব শামীম, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ। সমাবেশ শেষে একটি মিছিল পল্টন, বঙ্গবন্ধু এভিনিউয়ের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।

Related Articles

Back to top button