আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে প্রাণ গেছে এক রুশ কর্নেলের। ইউক্রেনীয় সেনারা তার অধীনস্থ সেনাদের ঘিরে ধরলে— তাদের বাঁচাতে যান তিনি। এরপর ইউক্রেনীয়দের হামলায় প্রাণ হারান তিনি।রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বিধানসভার চেয়ারম্যান আলেক্সান্ডার বেলস্কির বরাতে সোমবার (২৪ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা টাস নিউজ।নিহত ওই কর্নেলের নাম ইয়েভগিনি ভাসুনিন। তিনি লেনিনগার্ড রেজিমেন্টের কমান্ডার ছিলেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও উত্তরপূর্বাঞ্চলের এলাকার সবমেত সেনাদের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন তিনি।বার্তাসংস্থা টাস জানিয়েছে, কর্নেল ইয়েভগিনি ভাসুনিন ‘বিশেষ সামরিক অভিযানে দায়িত্ব পালনের সময় গুরুতর আহত হয়ে মারা যান।’
সেন্ট পিটার্সবার্গের বিধানসভার চেয়ারম্যান আলেক্সান্ডার বেলস্কি বলেছেন, ‘ইউক্রেনীয় সেনারা ঘিরে ধরার পর রাশিয়ার স্ট্রম ইউনিটের সেনাদের সাহায্যে এগিয়ে আসার সিদ্ধান্ত নেন কর্নেল আলেক্সান্ডার ভাসুনিন।’
তিনি আরও বলেছেন, ‘লড়াইয়ের সময় তিনি তার সহকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং ইউক্রেনীয়দের আঘাতে গুরুতর আহত হন। নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও তিনি শেষ পর্যন্ত মারা যান।’
এদিকে গতকাল সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালায় ইউক্রেন। এরপর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হুমকি দেয় তারা এই হামলার জবাবে পাল্টা হামলা চালাবে। এমন হুমকির পর মঙ্গলবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনী হামলা চালায়। তবে নতুন এ হামলায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: সিএনএন, রয়টার্স ও ঢাকা পোষ্ট।