চলতি সংবাদ

এডিস মশার বিস্তাররোধে অভিযান পরিচালনা করে রাজউক

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: ১৬ জুলাই রবিবার রাজউক ৩/২ জোন সকাল থেকে দুপুর পযন্ত এডিস মশার বিস্তাররোধে অভিযান পরিচালনা করে রাজউক। অভিযানটি ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার এর নেতৃত্বে পরিচালনা করা হয়। তিনি বলেন, সকল নির্মানাধীন ভবনে ভিন্ন ভিন্ন গ্রুপে এডিস মশার বিস্তাররোধে অভিযান পরিচালনা করি ।

এডিস মশার বংশ বিস্তার এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধে নির্মাণধীন ভবন এবং ডেভেলপার কোম্পানি কতৃক করণীয়সমূহ বলছি। নির্মাণাধীন ভবনের চারপাশে নিয়মিতভাবে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। এডিস মশার সম্বব্য উৎপত্তিস্থলে মশা নাশক স্প্রে, ব্লিচিং পাউডার ছিটাতে হবে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৩/২ এর অথরাইজড শেখ মুহাম্মদ এহসানুল ইমাম ইমারত পরিদর্শ আল মামুন ও আরো রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button