মাহমুদ হোসেন মনির, টাইমস ২৪ ডটনেট, ঢাকা : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় জাসদ ঢাকা মহানগর দক্ষিন কমিটির সহ-সভাপতি ও হাজারীবাগ থানা কমিটির সভাপতি কাজী শামীম উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, ৮০ দশকে ছাত্রজীবনেই কাজী শামীম উল্লাহ জাসদ সমর্থিত ছাত্রলীগের যোগ দিয়ে গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র আন্দোলনে ভুমিকা রাখা শুরু করেছিলেন। তিনি জাসদ সমর্থিত ছাত্রলীগের লালবাগ থানা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনশেষে তিনি জাসদে যোগ দিয়ে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত জাসদ ঢাকা মহানগর দক্ষিন কমিটির সহ-সভাপতি ও হাজারীবাগ থানা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যক্তিগত লাভ-লোভ-স্বার্থের উর্ধে থেকে সকল ধরণের রাজনৈতিক বিভ্রান্তি মোকাবিলা করে জীবনের শেষ দিন পর্যন্ত জাসদের পতাকা সমুন্নত রেখেছিলেন। কাজী শামীম উল্লাহ ১৩ জুলাই রাত ৮টায় আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন(ইন্না—– রজিউন)। শুক্রবার জুম্মার নামাজের পর হাজারীবাগ পার্ক মাঠে তার জানার নামাজশেষে তাকে রায়ের বাজার কবরস্থানে সমাহিত করা হয়।
দলের নেতা কাজী শামীম উল্লাহর মৃত্যু সংবাদ শুনেই জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মহানগর দক্ষিন কমিটির সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারি, সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, জাতীয় যুব জোট ঢাকা দক্ষিন কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খোকনসহ দলীয় নেতৃবৃন্দ তার বাসায় ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটান এবং তাদের শান্তনা দেন।