কাউসার আকন্দ, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বাংলাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। এতদিন বিচ্ছিন্নভাবে ঢাকায় শনাক্ত হলেও এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুরোগী। প্রতিদিন বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক ডেঙ্গু রোগী। সংক্রমণের মৌসুম শুরু হওয়ায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার ভিন্ন লক্ষণ ও জটিলতা নিয়ে বেশি রোগী হাসপাতালে আসছে। যাদের এক বা একাধিকবার ডেঙ্গু হয়েছে তাদের অবস্থা সাধারণ ডেঙ্গু রোগীর তুলনায় অনেকটাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেই ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হওয়া ৩৩১ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে পূর্ণবয়স্ক ২৬১ জন, শিশু ৭০ জন। চিকিৎসা সেবায় রোগীদের আস্থা বাড়ায় ডেঙ্গু রোগীতে সয়লাব হয়ে পড়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালটি। রোগীদের জন্য নির্ধারিত শয্যা পরিপূর্ণ হওয়ায় ফ্লোরেই বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর তুলনায় অবকাঠামো এবং জনবলের সীমাবদ্ধ থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্সসহ সংশ্লিষ্টরা।একইভাবে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। চলতি বছর বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। গত জুন মাসে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।ডেঙ্গু সংক্রমণের হার যদি এভাবেই বাড়তে থাকে, জুলাই মাসে ছাড়িয়ে যাবে পূর্ববর্তী সব শনাক্তের রেকর্ড। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। মৌসুম-পরবর্তী জরিপ, গত ৪ বছরের প্রথম ছয় মাসের আক্রান্তের সংখ্যা এবং বিগত ২২ বছরের আক্রান্ত ও মৃত্যুর তথ্য বিশ্লেষণে এমন আভাস পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে, বাংলাদেশে আগের যেকোনো সময়ের তুলনায় এ বছর ডেঙ্গুর অপ্রত্যাশিত হারে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। এই অবস্থায় ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।