টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বাংলাদেশের উত্তর জনপদ জেলা পাবনার সিরাজগঞ্জে গরুবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় যানের চার ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড়ে এ কাণ্ড। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার নেপথ্যে সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের দায়িত্বে অবহেলা ও নজরদারির অভাব ছিল কিনা, তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের উর্ধ্বতন আধিকারীকরা।নিহতরা হলেন- গাইবান্ধা জেলা সদরের ফুলিবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন আহম্মেদ (৩২), একই জেলার সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি হোসেন (২৪), নাটোর বাগাতিপাড়া উপজেলার কোটবাড়ীয়া গ্রামের সোরহাবের ছেলে রানা হোসেন (৩০) ও একই গ্রামের শরিফুলের শিশু ছেলে আয়ান আহম্মেদ (৪)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারীক (ওসি) এনামুল হক বলেন, ‘ঢাকা থেকে গবাদি পশু ফেরত পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-৩৪৭৬) নাটোর যাওয়ার পথে মহাসড়কে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড়ে স্থানে বিপরীতমুখী রাজশাহী থেকে অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ব-১৬-৭৭৪৮) মুখোমুখি সংঘর্ষে উভয় যানবাহনের চারজন আরোহী ঘটনাস্থলে নিহত হন। গুরতর আহত হন দুজন। খবর পেয়ে সলঙ্গা ও হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে।’হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এসএম বদরুল কবীর বলেন, ‘বেপরোয়া চলাচলরত আমবোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুলগামী এবং গরুবোঝাই ফিরতি পিকআপটি ঢাকা থেকে বনপাড়াগামী ছিল। দুটি যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন আরোহী ও তিনটি গরু মারা যায়।’ হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হক জানান, মহাসড়ক ফাঁকা পেয়ে বেপরোয়া চলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।