রাজনীতি

মির্জা ফখরুলকে মনে হয় উনি ‘এফআরসিএস’ পাস: হাছান মাহমুদ

টাইমস ২৪ ডটনেট: বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুলর বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেব যখন বক্তৃতা করেন, তখন মনে হয় ভেতরে ভেতরে উনি ‘এফআরসিএস’ পাস করেছেন। তিনি এখন বিশেষজ্ঞ ডাক্তারও বটে। কারণ বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আর মির্জা ফখরুল সাহেব গলা ফাটিয়ে বলেন তিনি জীবনমরণ সন্ধিক্ষণে। এখন ডাক্তারদের কথা ঠিক নাকি ফখরুল সাহেবের কথা ঠিক, এটাই হচ্ছে প্রশ্ন।’বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।ছয় মার্কিন কংগ্রেসম্যান বাংলাদেশে নির্বাচন বিষয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি দেওয়ার বিষয়ে আপনার মত কী, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, ‘বিএনপি তো ইতিপূর্বে কংগ্রেসম্যানদের নামে ভুয়া চিঠিও প্রকাশ করেছিল। যেখানে স্টেট ডিপার্টমেন্ট বলছে তারা চিঠি পায়নি, সেখানে কংগ্রেসম্যানদের চিঠির যথার্থতা নিয়েই প্রশ্ন দেখা দেয়।হাছান মাহমুদ বলেন, তবে কংগ্রেসম্যানরা এ রকম চিঠি দিতেই পারে। শত শত কংগ্রেসম্যানের মধ্যে ছয় জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছে, এগুলো বাংলাদেশেই খবর হয়, অন্য কোনও দেশে খবর হয় না।

 

Related Articles

Back to top button