চলতি সংবাদ

তুরাগ নিশাত নগর ও ১৫ নং সেক্টরে রাজউকের উচ্ছেদ অভিযান: ৩ লাখ টাকা জরিমাণা

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: রাজধানীর তুরাগ নিশাত নগর ও ১৫ নং সেক্টর এলাকায় সোমবার সকাল ১১টার দিকে বহির্ভূত রাজউকের উচ্ছেদ অভিযান জালায়। এসময় ৩ লাখ টাকা জরিমাণা করা হয়। এই অভিযান চলে বিকেল ৪টা পর্যন্ত। জানা গেছে, রাজধানীর তুরাগ নিশাত নগর ও ১৫ নং সেক্টর এলাকায় নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৩ টি বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয় ও রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করায় অবৈধ অংশ ভেঙ্গে ফেলে। অভিযানটি ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার এর নেতৃত্বে পরিচালনা করা হয়। অভিযানের সময় তিনি বলেন ৩ লক্ষ টাকা জরিমানা। প্রতিটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় উচ্ছেদ অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৩/২ এর অথরাইজড অফিসার শেখ মুহাম্মদ এহসানুল ইমাম মোবাইল কোর্ট আরো শেখ ইমারত পরিদর্শ মামুন আরো রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

Related Articles

Back to top button