টাইমস ২৪ ডটনেট: রাজধানীর বাড্ডা এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বহির্ভূত বাড়ি উচ্ছেদ। ৬ লক্ষ টাকা জরিমানা।
রোববার সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান চালানো হয় শেষ হয় দুপুর পর্যন্ত । বাড্ডা পোস্ট অফিস গুলি এলাকায় নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ১০ তলা ও ৬ তালা বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয় ও রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করায় অবৈধ অংশ ভেঙ্গে ফেলে। অভিযানটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন এর নেতৃত্বে পরিচালনা করা হয়। তিনি বলেন উচ্ছেদ ও নকশা অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় এলাকার লোকজনের সাথে কথা বললে তারা জানিয়েছে নিয়মিতি এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে বিল্ডিং নির্মাণ করবে না। রাজউকের এই অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৪/১ এর অথরাইজড অফিসার ইমরুল হাসান সহকারী অর্থ রাইস অফিসার ও রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।