topআন্তর্জাতিক

ইউক্রেন জুড়ে রাশিয়ার তুমুল হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নগরীতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এক মা এবং তার তিন বছরের সন্তানসহ নিহত হয়েছে বলে জানিয়েছেন মধ্যাঞ্চলের নগরী নিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি নিহত হওয়ার খবর জানালেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মধ্যাঞ্চলের নগরী উমানে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন জ্বলতে দেখা যায়।রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আবাসিক ওই ভবনটিতে আঘাত হানে বলে জানান ওই অঞ্চলের সামরিক প্রশাসন বিভাগের প্রধান ইহর তাবুরেৎস। বলেন, এ ঘটনায় তিনজন নিহত এবং আরো আটজন আহত হয়েছেন।এ রাতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বার বার কেঁপে উঠেছে কিইভ। পুরো ইউক্রেইন জুড়েই ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা হিসেবে সাইরেন বেজেছে এবং বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন চ্যানেল খবর প্রকাশ করেছে।ইন্টারফ্যাক্স ইউক্রেনও একই খবর দিয়েছে। বলেছে, শুক্রবার প্রথম প্রহরের পর নিপ্রো, ক্রেমেনচাক, পোলতাভা এবং মাইকোলাইভে বিস্ফোরণ ঘটেছে।
কিয়েভ বা অন্যান্য নগরীতে হতাহতের সংখ্যা বা কী ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কিইভ প্রশাসন থেকে বলা হয়ছে, তাদের অ্যান্টি-এয়ারক্রাফ্ট ইউনিট সক্রিয় রয়েছে।

Related Articles

Back to top button