topআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে দুটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ শেষে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সেনা নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন ও ইউএসএ টুডে। খবরে বলা হয়েছে, আলাস্কার হেলির কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুই সেনা নিহত হন। হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরেকজন। আহত সেনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলাস্কার মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র জন পেনেল বৃহস্পতিবার বলেন, বিধ্বস্ত হওয়ার সময় দুই হেলিকপ্টারেই দু’জন করে সেনা ছিলেন। এয়ারবর্ন ডিভিশনের মেজর জেনারেল ব্রায়ান আইফ্লার বিবৃতিতে বলেন, নিহত সেনাদের পরিবার, সহকর্মী এবং বিভাগের জন্য এক অভাবনীয় ক্ষতি। আমরা তাদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আধুনিক প্রযুক্তির অ্যাপাচি হেলিকপ্টার দুটি কেন বিধ্বস্ত হলো, তার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী।
চলতি বছরে আলাস্কায় এ নিয়ে দ্বিতীয়বার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলো।

Related Articles

Back to top button