টাইমস ২৪ ডটনেট: যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি প্রশিক্ষণ ফ্লাইটে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে দুটি মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এক মাসেরও কম সময়ের মধ্যে এ ধরনের আরও একটি দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার আলাস্কায় দুর্ঘটনার বিষয়ে মার্কিন সেনাবাহিনীর ১১তম এয়ারবর্ন ডিভিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি বিমানবাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার। আলাস্কার কাছে একটি প্রশিক্ষণ ফ্লাইট থেকে ফিরে বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে পরে তথ্য প্রকাশ করা হবে। দুর্ঘটনায় জড়িতদের অবস্থা তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এর আগে মার্চের শেষের দিকে কেনটাকিতে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুটি ইউএস আর্মি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে থাকা ৯ মার্কিন সেনা নিহত হয়।
সাম্প্রতিক বছরগুলিতে মার্কিন সামরিক বিমানের আরও একাধিক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে একটি ব্ল্যাক হক জড়িত ছিল যেটি ফেব্রুয়ারিতে আলাবামায় একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুই টেনেসি ন্যাশনাল গার্ডসম্যানকে হত্যা করেছিল। গত বছর নরওয়েতে ন্যাটোর মহড়ার সময় চার মার্কিন মেরিন নিহত হয়েছিল। তারা একটি পাহাড়ে আঘাত করার পরে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।