topআন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত বেড়ে ১২

টাইমস ২৪ ডটনেট: ইউক্রেনজুড়ে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে এবং আহত হয়েছেন আরও ১৭ জন। বিষয়টি নিশ্চিত করেছেন অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রী ইহোর ক্লাইমেনকো। শুক্রবার ভোর থেকে কিয়েভ ও আশপাশের শহরগুলোতে বিমান হামলার সাইরেন বাজতে থাকে। খবর সিএনএনের।ইহোর ক্লাইমেনকো বলেন, দুর্ভাগ্যবশত উমানে মৃতের সংখ্যা বেড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে উমানের বাসিন্দাদের আরও তিনটি মৃতদেহ উদ্ধার করেছে।দিনিপ্রো শহরের মেয়র বরিস ফিলাটয় এক টেলিগ্রামবার্তায় জানিয়েছেন, রুশ হামলায় তার শহরে এক নারী ও তার তিন বছর বয়সি ছেলে নিহত হয়েছে।এ ছাড়া ইউক্রেনের ওমান শহরের সেনা কমান্ডার ইহর তাবুরেটস বলেছেন, শহরের মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন।তবে রাজধানী কিয়েভের কোন কোন স্থানে বিমান হামলা হয়েছে এবং এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি।

Related Articles

Back to top button