topআন্তর্জাতিক

জেনিনে ইসরাইলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

টাইমস ২৪ ডটনেট: অধিকৃত ফিলিস্তিনের জেনিনে দখলদার ইসরাইলি সেনাদের হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া জেনিন শহর এবং পশ্চিম তীরের শরণার্থী শিবিরে তাদের হামলায় আরও ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন ত্রাণকর্মীও রয়েছেন।বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আজ শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। লেবাননভিত্তিক আল-মায়াদিন টিভি চ্যানেলের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আল-খালিল শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনারা ঢুকে পড়ে হামলা চালায়। তারা ফিলিস্তিনিদের বাড়ির ছাদে উঠে পড়ে। এছাড়া ইসরাইলি সেনাদের সামরিক যানগুলো শহরে হামলা চালায়। এ সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা পাল্টা জবাব দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শহীদ খালিল সোলায়মান হাসপাতালের কাছে এই সংঘর্ষ বাধে। অভিযোগ উঠেছে, দখলদার সেনারা জেনিন শরণার্থী শিবিরে যুদ্ধের বুলেট ব্যবহার করেছে। এতে দুইজন ফিলিস্তিনি নিহত হন। শুধু তাই নয়, জেনিনের হামলাস্থলে অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা কর্মীদের প্রবেশে বাধা দেয় দখলদার ইসরাইলি বাহিনী। তবে শেষ পর্যন্ত ফিলিস্তিনি সংগ্রামীদের পাল্টা জবাবে জেনিন শরণার্থী শিবির থেকে পিছু হটে যায় দখলদার সেনারা।

Related Articles

Back to top button