মোঃ আঃ জব্বার, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :কমিউনিটি ক্লিনিক গুলোর সেবার মান বৃদ্ধি, সমস্যা চিহ্নিতকরণ ও অংশগ্রহণমুলক উন্নয়নের লক্ষে ফুলবাড়ীয়ায় কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিভিএ দল ফুলবাড়ীয়া এর আয়োজনে উপজেলার কালাকান্দা, ধামর এবং হীরারবাড়ী কমিউিনিটি ক্লিনিকের সমন্বয়ে অনুষ্ঠিত কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ। এতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়া এপি ম্যানেজার মি: জেমস বিশ্বাস, ফুলবাড়ীয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য শরিফ আলম, ফুলবাড়ীয়া সদর ইউনিয়নের প্রোগ্রাম অফিসার সোমা চৌধুরী, সিভিএ কমিটির সদস্য ও নগর উন্নয়ন কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।
ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভায় সেবা প্রত্যাশীগণ কমিউনিটি ক্লিনিকের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ভবিষ্যতে কিভাবে আরও নিরিবিচ্ছিন্ন সেবা প্রদানের কর্ম-পরিকল্পনা তুলে ধরেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ সমস্যা সমাধান কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভায় ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেবা প্রত্যাশীগণ, জনপ্রতিনিধি, কমিউনিটি ক্লিনিকগুলোর সিএইচসিপি, সিজি ও সিভিএ কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।