topআন্তর্জাতিক

গ্রেপ্তার দেখানো হয়েছে ট্রাম্পকে

টাইমস ২৪ ডটনেট: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি অল্পক্ষণ আগে ম্যানহাটান ডিস্ট্রিক এটর্নি অফিসে পৌঁছেন। সেখানে তিনি গ্রেপ্তারের অধীনে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আগে পর্যন্ত তিনি পুলিশি হেফাজতে থাকবেন। সেখানে তাকে গ্রেপ্তারের অংশ হিসেবে আঙ্গুলের ছাপ নেয়ার কথা। তবে তার ছবি তোলা হবে কিনা তা জানা যায়নি। এরপরই তাকে কোর্টে তোলার কথা। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ গঠন হবে। আদালতে তার উপস্থিতি হবে দ্রুততর। তবে তাকে গ্রেপ্তার দেখানো হলেও তার হ্যান্ডকাপ পরানো হবে না বলেই জানা যাচ্ছে। তিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহতভাবে আইনি সুরক্ষার অধীনে আছেন।

সূত্র: অনলাইন সিএনএন ও মানবজমিন।

Related Articles

Back to top button