topআন্তর্জাতিক

‘মার্কিন সেনাদের এখনই জার্মানি ত্যাগ করা উচিত’

টাইমস ২৪ ডটনেট: জার্মানির বাম দলের উপপ্রধান ও প্রভাবশালী এমপি সেভিম দাগদেলেন বলেছেন, আমেরিকার সঙ্গে চরম পরাধীনতামূলক সম্পর্ক অবশ্যই বার্লিনকে পরিহার করতে হবে।জার্মান সরকারকে অবশ্যই যুক্তরাষ্ট্রেকে চাপ প্রয়োগ করতে হবে, যাতে পরমাণু অস্ত্রসহ মার্কিন সেনাদের দেশে ফেরত নিয়ে যায়। খবর দ্যা সানের।সেভিম দাগদেলেন বলেন, ৭৮ বছর পর এখন মার্কিন সেনাদের দেশে ফিরে যাওয়ার সময় হয়েছে।তিনি বলেন, জার্মানির মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে জার্মানির বাইরের কোনো ভূখণ্ড মনে হয়। কারণ সেখানে এ দেশের সংবিধান কার্যকর নয়। জার্মানির এই এমপি দেশটির পররাষ্ট্র সম্পর্কবিষয়ক সংসদীয় কমিটির সদস্য।জার্মানিতে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব ঘাঁটি বিভিন্ন দেশে যুদ্ধ পরিচালনার কাজে আমেরিকা ব্যবহার করে থাকে।এ ছাড়া এসব ঘাঁটি ব্যবহার করে মার্কিন সেনারা ড্রোনের সাহায্যে প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে।

Related Articles

Back to top button