topআন্তর্জাতিক

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করলো রাশিয়া

টাইমস ২৪ ডটনেট: কয়েক হাজার সৈন্য নিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘ইয়ারস’-এর মহড়া শুরু করেছে রাশিয়া। এটিকে মস্কোর পারমাণবিক শক্তি প্রদর্শনের আরেকটি প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। বুধবার (২৯ মার্চ) টেলিগ্রাম মেসেজিং সার্ভিসে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মোট তিন হাজারেরও বেশি সামরিক কর্মী ও ৩০০ সামরিক সরঞ্জাম এই মহড়ায় অংশ নিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইয়ারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে রাশিয়ার ‘অজেয় অস্ত্র’ এবং পারমাণবিক অস্ত্রাগারের স্থল-ভিত্তিক উপাদানের মূল ভিত্তি তৈরি লক্ষ্যে কাজ করছেন, যা টপোল মিসাইল সিস্টেমকে প্রতিস্থাপিত করেছে। মহড়ার সময় ইয়ার মোবাইল সিস্টেম তিনটি রাশিয়ান অঞ্চলে অনুশীলন করবে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অঞ্চলগুলোকে চিহ্নিত করেনি।ইয়ারস মোবাইল আইসিবিএম-এর কয়েকটি নিশ্চিত কৌশলগত এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে, যেটির পরিচালন পরিসীমা ১২ হাজার কিলোমিটার এবং একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।সামরিক বিশেষজ্ঞদের মতে, সিস্টেমগুলো একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং ট্রাক ক্যারিয়ারে মাউন্ট করা যেতে পারে বা সাইলোতে স্থাপন করা যেতে পারে।গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তার আগ্রাসন শুরু করার পর থেকে, রাশিয়া নিজে থেকে বা চীন বা দক্ষিণ আফ্রিকার মতো অন্যান্য দেশের সাথে অসংখ্য সামরিক মহড়া চালিয়েছে।
তারা রাশিয়া ও ইউক্রেন উভয়ের সীমান্তবর্তী বেলারুশের সাথে সামরিক প্রশিক্ষণও বাড়িয়েছে ও গত এক বছর ধরে একাধিক মহড়া পরিচালনা করছে।

Related Articles

Back to top button