বাংলাদেশ

অনুমোদনবিহীন শিশুখাদ্যের কারখানায় যৌথ অভিযান

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: ২৮ মার্চ ২০২৩ তারিখ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সময়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে মোহাম্মদপুরের বসিলা ব্রীজ এর সন্নিকটে অবস্থিত এ আর কনজ্যুমার লিমিটেড নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি)র নেতৃত্বে অভিযানে দেখা যায় কারখানায় Robbo নামক ললিপপ জুস এবং Mango Flavour জুসে তৈরি করা হচ্ছিল। BSTI থেকে AR Consumer Ltd নামে উক্ত পণ্য ২ টির মোড়কজাতকরণের অনুমোদন নেয়া আছে কিন্তু CM লাইসেন্স নেই। তাছাড়া Mango Flavour জুসের মোড়কে AR Consumer Ltd এর পরিবর্তে Vegan নাম দেয়া হয়েছে। মালিক পলাতক ছিল এবং ৩ জন কর্মচারীকে গ্রেফতার করে বিপুল পরিমাণ বিএসটিআইয়ের অনুমোদনবিহীন শিশুখাদ্য ম্যাংগো ফ্লেভারড জুস ও ললিপপ সিজার লিস্ট করে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আজ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করবেন। অভিযানে আটককৃত পণ্য, পরিমাণ ও এতদ্বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অদ্য সাংবাদিকগণকে ব্রিফ করবেন। উক্ত অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বর্ণিত কার্যক্রম প্রচারে সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

Related Articles

Back to top button