বাংলাদেশ

মানবতার কল্যাণে কাজ করছে ফ্রেন্ডস্ ডিসএ্যাবিলিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: গত ১৩ মার্চ ২০২৩ ইং তারিখে ফ্রেন্ডস্ ডিসএ্যাবিলিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ সিরাজগঞ্জ জেলায় অসহায়দের মানুষের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন। আর্থিক সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ ডিসএ্যাবিলিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মোছাঃ সিমা পারভীন- ভাইস চেয়ারম্যান, উপস্থিত ছিলেন জনাব মোঃ সৈয়দ আলী-সাংগঠনিক সম্পাদক-বাংলাদেশ আওয়ামীলিগ বেলতৈল ইউনিয়ন শাখা, উপস্থিত ছিলেন মোঃ আঃ হাকিম-বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা, উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম ভিডিপি কর্মকর্তা, উপস্থিত ছিলেন মোছাঃ সুমাইয়া খাতুন, মোছাঃ সাথি খাতুন, মোছা লাকি খাতুন, মোছাঃ বেলি খাতুন, মোছাঃ রোজিনা খাতুন, মোছাঃ শিল্পী খাতুন, মোছাঃ আদরী খাতুন, মোছাঃ আজিমা খাতুন, মোছাঃ হালিমা খাতুন, মোছাঃসালমা খাতুন, মোছাঃ শাপলা খাতুন, মোছাঃ তিথি খাতুন,মোছাঃ রোকেয়া, মোছাঃ আফসানা খাতুন, মোছা পপি খাতুন, মোছাঃ নাজমা খাতুন, মোছাঃ রোকেয়, মোঃ ইউসূফ আলী, মোঃ শিশির, মোঃ রাকিব, মোঃ নাজমুল, মোঃ ইয়ামিন, মোঃ সোহান, মোঃ সোহেল রানা, মোঃ আল শাহরিয়া প্রমুখ।
ফ্রেন্ডস্ ডিসএ্যাবিলিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান আর্থিক অনুদান প্রদানকালে বলেন এই সংগঠনটি অসহায় মানুষের কল্যাণে কাজ করবে আজীবন।তিনি আরো বলেন আমার বাবা দুই যুগেরও বেশি সময় রাজনীতি করছেন। তিনি বিশিষ্ট্য রাজনীতিবীদ ও সমাজ সবক। ইউনিয়নের মেম্বার ছিলেন। মানবতার সেবায় আমার বাবার কথা আজও ভুলতে পারেনি সে আজও প্রসংশনীয়। তাই আমি মানবতার সেবক হিসেবে প্রতিজ্ঞাবদ্ধ এই অঙ্গীকারে সংগঠন নিয়ে কাজ করব ইনশাল্লাহ আপনাদের দোআয়। বীর মুক্তিযোদ্ধা ও সেনা কর্তকর্তা মোঃ আঃ হাকিম বলেন-এই সংগঠন অসহায় মানুষের কল্যান শুধু বয়ে আনবে না, অনেক অসহায় মেধাবীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষের কাজ করবে এবং আরো বলেন সেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেশে এই সংগঠনটি সরকারের উন্নয়নের পাশা-পাশি ভাল অবদান রাখবে। বিশি্ষ্ঠ্য রাজনীতিবীদ, সমাজ সেবক, অসহায় মানুষের বন্ধু বেলতৈল ইউনিয়ন শাখা সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ মোঃ সৈয়দ আলী-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ বৈলতৈল ইউনিয়ন শাখা তিনি বলেন- ফ্রেন্ডসি ডিসএ্যাবিলিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন গরিব, অসহায় মানুষের কল্যাণে অবদান রাখবে এবং মানবতার মহা, মহাগবেষক, জননেত্রী হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ, জাতির মঙ্গল কামনা করে তার বক্তব্য শেষ করেন।

Related Articles

Back to top button