জাতীয়

বঙ্গবন্ধুর কয়েকজন পলাতক খুনিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

টাইমস ২৪ ডটনেট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুকে যারা খুন করেছিল তাদের আমরা বিচারের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা পৃথিবীর বিভিন্ন দেশে যে যেখানে আছেন সেখানেই আমরা যোগাযোগ করছি এবং চেষ্টা করছি অচিরেই তাদের ফিরিয়ে নিয়ে আসা এবং ফাঁসির রায় কার্যকর করার।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫শে মার্চ। ২৫ মার্চ কালরাত গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। বাংলাদেশের এই গণহত্যায় ছয় ঘণ্টার মধ্যে হাজার হাজার নিরীহ বাঙালিকে হত্যা করা হয়েছিল।তিনি বলেন, সেদিন রাতেই বারোটা এক মিনিটে বঙ্গবন্ধুর সেই ঘোষণাটি আসল যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।মন্ত্রী বলেন, আমরা সারা বিশ্বের কাছে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পরিচিত করানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

Related Articles

Back to top button