‘আত্মসমর্পণ করতে হবে নয়ত মরতে হবে’ রুশপন্থি নেতার হুঁশিয়ারি

টাইমস ২৪ ডটনেট: লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক শহরে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে নয়ত মরতে হবে। স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের একজন নেতা সোমবার এমন হুশিয়ারি দিয়েছেন। এডোয়ার্ড বাসুরিন নামে ওই নেতা বলেন, তাদের (ইউক্রেনীয় সেনা) কাছে দুটি পথ, তাদের সঙ্গীদের পথ অনুসরণ করে আত্মসমর্পণ করতে হবে, অথবা মরতে হবে। খবর আরআইএ নভোস্তির।এডোয়ার্ড বাসুরিন পিপলস মিলিশিয়া ডিপার্টমেন্টের ডেপুটি প্রধান।বিচ্ছিন্নতাবাদী এ নেতা আরও বলেন, তাদের কাছে অন্য কোনো পথ খোলা নেই।
এদিকে রাশিয়ার সেনাদের হাতে এখন রয়েছে সেভেরোদোনেৎস্ক শহরের বেশিরভাগ অঞ্চলের দখল। ইউক্রেনের পূর্ব দিকে এখন দোনবাস অঞ্চলের দখল নেওয়ার জন্য যে যুদ্ধ হচ্ছে এটি হলো সেই যুদ্ধের প্রাণকেন্দ্র। সেভেরোদোনেৎস্ক রুশদের দখলে আসলেও এখনো ইউক্রেনীয় সেনারা সেখান থেকে চলে যাননি।
লুহানেস্ক অঞ্চলের ইউক্রেন সামরিক প্রশাসনের প্রধান সেরহি হেইডে সোমবার বলেছেন, সেভেরোদোনেৎস্ক শহর থেকে এখনো বেসামরিক লোকদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। কিন্তু রাশিয়ার অব্যহত বোমা হামলার কারণে সেটি বার বার ব্যহত হচ্ছে।
সূত্র: সিএনএন।