জো বাইডেন ইউক্রেন সফর করবে না: হোয়াইট হাউজ

টাইমস ২৪ ডটনেট: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফর করবেন না বলে গতকাল (শুক্রবার) জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। এর একদিন আগে প্রেসিডেন্ট বাইডেন নিজেই ঘোষণা করেছিলেন যে, তিনি ইউক্রেন সফর করতে প্রস্তুত রয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিমা দেশগুলোর নেতারা একের পর এক ইউক্রেন সফর করছেন এবং এর মধ্যদিয়ে তারা রাশিয়ার বিরুদ্ধে ও কিয়েভের পক্ষে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিচ্ছেন। এ অবস্থায় যদিও মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন সফর করবেন না বলে হোয়াইট হাউজ জানাচ্ছে তবে এরইমধ্যে রিপাবলিকান দলের নেতারা কিয়েভ সফরে গেছেন এবং তারা ইউক্রেনকে আরো অস্ত্র দেয়ার জোর দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, তিনি কিয়েভ সফর করতে চান। এ নিয়ে জেন সাকি বলছেন, “তিনি যেকোনো কিছুর জন্য প্রস্তুত কিন্তু আমরাই প্রেসিডেন্টকে ইউক্রেন সফরে পাঠাচ্ছি না।” গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেন সফর করেন। এরপর আমেরিকার বিরোধী রাজনীতিক রিপাবলিকানরা জোরালোভাবে বাইডেনের সফর দাবি করছেন।
সূত্র: পার্সটুডে।