
টাইমস ২৪ ডটনেট: বাংলাদেশে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার সংক্রমণ। প্রতি চারজনে একজন করোনা রোগী ধরা পড়ছে। ঠেকানো যাচ্ছে না সংক্রমণের অব্যাহত ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা একে সংক্রমণের সুনামি হিসেবে দেখছেন। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সঙ্গে এবার যোগ হয়েছে সাউথ আফ্রিকান নতুন ধরন ওমিক্রন। এটা ডেল্টার চেয়ে ৪ থেকে ৫ গুণ বেশি বাংলাদেশে ছড়াচ্ছে। সংক্রমণের দাবানল ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শহর থেকে গ্রামগঞ্জেও। বাংলাদেশে আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে ২২৮ শতাংশ। করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বেগজনক বলে উল্লেখ করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর।
ওমিক্রনসহ করোনাভাইরাস সংক্রমণের অব্যাহত ঊর্ধ্বমুখী ধারাকে অশুভ ইঙ্গিত বলে মনে করে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণের গতি-প্রকৃতি সম্পর্কে জানতে চাইলে জাতীয় পরামর্শক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, এবার বাংলাদেশে করোনার তৃতীয় ঢেউ আগেই শুরু হয়েছে। সংক্রমণের গতি ভয়াবহ। দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনার সংক্রমণ। বাংলাদেশের ঘরে ঘরে সর্দি-কাশির রোগীর খবর আসছে। সেভাবে পরীক্ষা হচ্ছে না। মানুষ মাস্ক পরছে না। সামাজিক দূরত্ব বজায় রাখছে না।