মালাবদল করলেন মিম-সনি

স্টাফ রিপোর্টার: বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গতকাল মঙ্গলবার সনাতন ধর্ম রীতি মেনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সনি পোদ্দারের সঙ্গে মালাবদল করেন তিনি। বিয়েতে মিম পরেছিলেন লাল বেনারসি লেহেঙ্গা। আর সনির পরনে ছিল সাদা রঙা শেরওয়ানি ও গোলাপি পাগড়ি। এর আগে, বিদ্যা সিনহা মিম গত বছর জন্মদিনে সনি পোদ্দারের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনির সঙ্গে মিমের পরিচয় হয়। তারপর সেই সূত্র ধরে তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বাগদানের মতো বিয়েতেও খানিকটা লুকোছাপা আয়োজন মিমের। বিয়ের বিষয়টি তিনি দু’দিন আগ পর্যন্ত স্বীকার করেননি গণমাধ্যমে। এদিকে বিয়ের অনুষ্ঠানে দুই বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ছিলেন কতিপয় বন্ধু ও কাছের মানুষরা। ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বেশকিছু ছবিতে অভিনয় করেন। পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বর্তমানে মিমের হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, রায়হান রাফীর ‘ইত্তেফাক’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।