জাতীয়
২০২১ সালে বাংলাদেশই জিতেছে সবচেয়ে বেশি ওয়ানডে

খালি চোখে ২০২১ সালটি ভয়াবহ ব্যর্থতার মধ্যেই কেটেছে বাংলাদেশ দলের জন্য। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্টে হোয়াইটওয়াশ, পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে না পারা; টি-টোয়েন্টিতে বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও হতাশাজনক ফলাফল।
এছাড়া মাঠের বাইরের নানান ঘটনায় নেতিবাচক খবরই বেশি শোনা গিয়েছে বাংলাদেশ ক্রিকেটের ব্যাপারে। তবে বাংলাদেশের শক্তির জায়গা যেই ফরম্যাট, সেই ওয়ানডে ক্রিকেটে ঠিকই মিলেছে আশার আলো। চলতি বছর অর্থাৎ ২০২১ সালে বাংলাদেশের চেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জেতেনি আর কোনো দল।