হায়দরাবাদের কোচিং স্টাফে বড় পরিবর্তন, আসছেন লারা-স্টেইনরা

আইপিএলে গত মৌসুমটা একদম যাচ্ছেতাই কেটেছে সানরাইজার্স হায়দরাবাদের। এবার তাই কোচিং স্টাফে বড় পরিবর্তন আনছে ফ্র্যাঞ্চাইজিটি। হেড কোচ হিসেবে ফিরছেন টম মুডি। আসছে আরও বড় বড় নাম।
কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটার ব্রায়ান লারাকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে হায়দরাবাদ। পেস বোলিং কোচের পদে আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেইন।
সাবেক চ্যাম্পিয়ন হায়দরাবাদ ২০২১ মৌসুমে ১৪ ম্যাচ খেলে ১১টিতেই হারের স্বাদ পায়। টুর্নামেন্টের মাঝপথে তারা ডেভিড ওয়ার্নারের মতো শিরোপাজয়ী অধিনায়ককে সরিয়ে দেয়। তারপরও তলানিতে থেকেই শেষ করতে হয় আসরটি।
এবার ফ্র্যাঞ্চাইজিটি ঢেলে সাজাচ্ছে দল। পুরোনো খেলোয়াড়দের মধ্যে তারা কেবল ধরে রেখেছে কেন উইলিয়ামসন, আবদুল সামাদ আর উমরান মালিককে। আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য নিলাম থেকে নতুন করে খেলোয়াড় বেছে নেবে দলটি।
তার আগে দল চালানোর দায়িত্ব যাদের, সেই কোচিং স্টাফে চোখে পড়ার মতো পরিবর্তন এনেছে হায়দরাবাদ। হেড কোচ টম মুডির সঙ্গে সহকারী হিসেবে থাকবেন আরেক অস্ট্রেলিয়ান সাইমন ক্যাটিচ। এর আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হেড কোচ ছিলেন ক্যাটিচ।