জাতীয়

খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত দেওয়া হয়নি

টাইমস ২৪ ডটনেট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা- তা নিয়ে সাংবাদিকরাই ধূম্রজাল সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুটো দুর্নীতির মামলার আসামি ছিলেন। সেই মামলাগুলোতে তিনি দণ্ডপ্রাপ্ত। যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ দ্বারা তিনি নির্বাচন করতে বারিত (নিষিদ্ধ)। তার মানে তিনি নির্বাচন করতে পারবেন না।
আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে তার ভাই শামীম ইস্কান্দারের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছিল। আবেদনে বলা হয়েছিল, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার জীবন বিপন্ন, তার সুচিকিৎসার প্রয়োজন। এই আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে দুটো শর্তে দণ্ডাদেশ স্থগিত রেখে মুক্তি দিয়েছেন। শর্ত দুটো হচ্ছে- তিনি ঢাকায় নিজ বাসায় থেকে দেশে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না। সেখানে তিনি রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত ছিল না।জমশেরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাছিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম, আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল প্রমুখ।

Related Articles

Back to top button