topআন্তর্জাতিক

মালিতে আইইডি বিস্ফোরণে ৩ শান্তিরক্ষী নিহত, আহত ৫

টাইমস ২৪ ডটনেট ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গাড়ি বহরে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে অন্তত তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ শান্তিরক্ষী। মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মঙ্গলবার টুইটারে দেওয়া এক বার্তায় শান্তিরক্ষীদের হতাহতের এই তথ্য জানিয়েছে।২০১২ সালের এক অভ্যুত্থানের পর জেঁকে বসা ইসলামপন্থী বিদ্রোহ রুখতে তখন থেকেই রীতিমতো লড়াই করছে মালি। পরবর্তীতে এই বিদ্রোহ পশ্চিম আফ্রিকার দেশটির উত্তরাঞ্চল থেকে অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ে।সাহেল অঞ্চলজুড়ে ইসলামপন্থী বিদ্রোহীদের সাথে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।ওই অঞ্চলের কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক রয়েছে।মালিতে ২০১৩ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুরু হয়। এই মিশন শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ২৮১ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন; যা দেশটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পরিণত করেছে।

সূত্র: ঢাকা পোষ্ট, বিবিসি, রয়টার্স।

Related Articles

Back to top button