টাইমস ২৪ ডটনেট: বাংলাদেশে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘিরে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি সোমবার দুপুরে ঢাকার নয়াপল্টনে সমাবেশ করে। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ পূর্বঘোষিত ১০ দফা দাবির সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করে দলটি। বিএনপির এই কর্মসূচি ঘিরে সোমবার বেলা সোয়া ১১টার পর শাহবাগে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখানে ‘স্মার্ট বাংলাদেশ প্রজন্মের স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ ছাত্রসমাজের রায়’ শীর্ষক ছাত্রসমাবেশ করেন তাঁরা।
গত ডিসেম্বর থেকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। বিএনপির নেতৃত্বে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে ১২ দল এবং ১১-দলীয় জোটও রয়েছে। ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মাধ্যমে যুগপৎ আন্দোলনের সূচনা হয়। এরপর ১১ জানুয়ারি গণ-অবস্থান ছিল যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি। বিরোধী দলগুলোর ওই দুই কর্মসূচিতে ঢাকায় পাল্টা সমাবেশ করে শক্তি দেখিয়েছে আওয়ামী লীগ। বিএনপির সোমবারের কর্মসূচি ঘিরেও সকাল থেকেই ঢাকায় রাজপথে থাকার ঘোষণা দিয়ে রাখে ক্ষমতাসীন দলটি। দুটি সমাবেশ ডেকেছে ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও একই ধরনের কর্মসূচি পালন করেন।