কেশরগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের অফিস উদ্বোধন

মো: আ: জব্বার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের নির্বাচনী এলাকা ৫টি ইউনিয়নের কেন্দ্রস্থল কেশরগঞ্জ বাজারে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের কান্ডারী মজলুম জননেতা অধ্যাপক মো: জসিম উদ্দিনের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় ঘোড়া প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের কান্ডারী মজলুম জননেতা অধ্যাপক মো: জসিম উদ্দিন।
অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আর.জে.এম. সেলিম রেজা তালুকদার। মো: আব্দুল খালেক মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন কেশরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক মো: আব্দুল মালেক। এ সময় এ অঞ্চলের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে কেশরগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মজলুম জননেতা অধ্যাপক জসিম উদ্দিন।



