বিআইডব্লিউটিসিতে খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাইমস ২৪ ডটনেট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর বাংলামটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় ফেয়ারলী হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, “গীবত করে কেউ কখনো বড় হতে পারে না। অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে।”
মির্জা আব্বাস খালেদা জিয়ার বিআইডব্লিউটিসি প্রতি আলাদা মমত্ব ছিল বলে উল্লেখ করেন বলেন, ফেয়ারলী হাউজের এই জায়গাটি আওয়ামী লীগের লোকেরা দখল করতে আসলে এটা বেগম খালেদা জিয়ার কানে দেই এবং পল্টন ময়দানের জনসভায় তিনি ঘোষণা দেন সরকারি জায়গায় কারো দখলদারিত্ব চলবে না। সেই থেকে বিআইডব্লিউটিসি ও সরকারের অংশ ফেয়ারলী হাউজ দখলদারিত্বের অবসান হয়।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে চিরদিন অমর হয়ে থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর দেশের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা দেশনেত্রী খালেদা জিয়া পূরণ করেছিলেন। তিনি উপস্থিত না থাকলেও তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল ও দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন মির্জা আব্বাস।
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও বট ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে ঢাকা-৮ আসনের জনগণ সচেতন এবং ধানের শীষে ভোট দিয়ে এসব অপপ্রচারের জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিজের নির্বাচনী এলাকার সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তিনি এই এলাকার সন্তান, এখানেই জন্ম ও বেড়ে ওঠা। আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন এবং আগামীতেও সে ধারা অব্যাহত থাকবে। তিনি বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নেতাকর্মীদের নির্বাচনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি নিয়াজ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদলের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব বদরুল আলম সবুজ, মহানগর উত্তর শ্রমিকদলের সাবেক সভাপতি খন্দকার জুলফিকার মতিনসহ ইউনিয়নের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।



