ভারত

ডিব্ৰুগড়ে গান–নাচ–কবিতা ও শিল্পী সম্বর্ধনার মাধ্যমে সাংস্কৃতিক মহাসভা অসমের শিল্পী দিবস উদযাপন

এম হাশিম আলী, ডিব্ৰুগড়, আসাম থেকে : রূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার স্মৃতিধন্য ডিব্ৰুগড়ে, সাংস্কৃতিক মহাসভা, অসমের ডিব্ৰুগড় জেলা সমিতি এবং মহাবাহু সংগীত একাডেমীর যৌথ উদ্যোগে রূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার ৭৬তম স্মৃতি দিবসকে শিল্পী দিবস হিসেবে উদযাপন করা হয়। সাংস্কৃতিক মহাসভা, অসমের ডিব্ৰুগড় জেলা সমিতির সভাপতি প্রমোদ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত শিল্পী দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে জ্যেষ্ঠশ্রী সম্মানপ্রাপ্ত ডা. বিপিন্দ্র নাথ কাকতি, সাংস্কৃতিক মহাসভা, অসমের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বিনোদ কুমার বড়া, তিনিচুকীয়া মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড. ভুবন গগৈ, শিল্পী রঞ্জু ভট্টাচার্য, সমাজকর্মী সন্ধ্যারাণী দত্ত, কৃষ্ণকান্ত বড়া, উৎপলা দাস, বিশিষ্ট বিহু শিল্পী রাজীব গগৈ, রিন্টু সোনোৱালসহ উপস্থিত বিভিন্ন ব্যক্তি রূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জীবন ও কর্মের উপর মূল্যবান বক্তব্য প্রদান করেন।

অসম গণ পরিষদ দলের ডিব্ৰুগড় সদর কার্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত শিল্পী দিবসের অনুষ্ঠানে মহাবাহু সংগীত একাডেমীর ছাত্রীদের পাশাপাশি নয়নজ্যোতি বাইলুঙে জ্যোতিপ্রসাদের গানের ওপর নৃত্য পরিবেশন করেন। এছাড়া জুপিতৰা কাকতি, রীতামণি দাস শইকীয়া ও মানব গগৈ জ্যোতি সংগীত পরিবেশন করেন। শিল্পী পলাশ নাথের মাউথ অর্গান পরিবেশন এবং দেবলিনা প্রিয়ম দাস, পপি রাজকোঁৱৰ শইকীয়া, বিবিজান দত্ত, ময়ুরাক্ষী বরুয়া ও রাজশ্রী সেনাপতি গগৈয়ের কবিতা আবৃত্তি অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ যোগ করে।
এই অনুষ্ঠানেই বিশিষ্ট কথক নৃত্যশিল্পী মীরা কলিতাকে তাঁর আজীবন সাংস্কৃতিক অবদানের জন্য শিল্পী সম্বর্ধনা প্রদান করা হয়। সাংস্কৃতিক মহাসভা, অসমের ডিব্ৰুগড় জেলা সমিতির অন্তর্গত লেজাই–কলাখোৱা আঞ্চলিক সমিতি, রাজগড় আঞ্চলিক সমিতি এবং ডিব্ৰুগড় সদর আঞ্চলিক সমিতির কর্মকর্তাদের পাশাপাশি নৃত্যশিল্পী উত্তরা শেনচোয়া, মাধুরী বরুয়া গগৈ, মৃণালিনী ভূঁঞা বরদলৈ, দিলীপ কুমার দাস, পীতাম্বর দিহিঙ্গীয়া, দিলীপ বরদলৈ, বিবি বড়া, ভদ্রেশ্বর গগৈ, জ্যোৎস্না গগৈ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে শিল্পী দিবসের অনুষ্ঠানকে সফল করে তোলেন বলে সাংস্কৃতিক মহাসভা, অসমের ডিব্ৰুগড় জেলা সমিতির সাধারণ সম্পাদক চন্দনজ্যোতি কলিতা এবং মহাবাহু সংগীত একাডেমীর অধ্যক্ষা দীপিকা গগৈ জানিয়েছেন।

 

Related Articles

Back to top button